আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে বকশিপুর গ্রামের রূপচান ফকির ও তার ছেলেকে ৪টি গাঁজা গাছসহ আটক করেছে। গতকাল দুপুরে গোপন সংবাদে ভিত্তিতে বকশিপুর গ্রামের রূপচান ফকিরের পান বরজে অভিযান চালিয়ে ৪টি গাঁজা গাছসহ তাদেরকে আটক করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের বকশিপুর গ্রামের আরশেদ আলী ফকিরের ছেলে রূপচাদ ফকির(৫৫) ও রূপচাদ ফকিরের ছেলে আনন্দ ফকির (২৫) দীর্ঘদিন ধরে পান বরজে গাঁজা গাছের চাষ করে। রূপচাদ ফকির ও তার ছেলে আনন্দ ফকির গাঁজা চাষ করে নিজে সেবন ও বিক্রি করে বলে অভিযোগ আছে। গতকাল আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীরের নির্দেশে এসআই শফিকুল ইসলাম ও এসআই জামাল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রূপচাদ ফকিকের পানবরজে অভিযান চালায়। এসময় তার পানবরজ থেকে ৪টি গাঁজা গাছ উদ্ধার করে রুপচাদ ফকির ও তার ছেলে আনন্দ ফকিরকে আটক করে। আটকের পর তাদের আলমডাঙ্গা থানায় নিয়ে আসা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।