আলমডাঙ্গা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক প্রয়াত আব্দুল হাই বল্টুর পিতা আব্দুল বারী আর নেই

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক প্রয়াত আব্দুল হাই বল্টুর পিতা আব্দুল বারী আর নেই (ইন্নালিল্লাহি……..রাজেউন)। ৪ জানুয়ারি রাত ১১টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অসুস্থাবস্থায় নিজবাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার মৃত কিয়ামদ্দিন ম-লের মেজ ছেলে আব্দুল বারী। তিনি প্রয়াত জনপ্রিয় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর পিতা। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

২০১২ সালে সন্ত্রাসীরা আব্দুল হাই বল্টুকে কুরবানী ঈদের আগের রাতে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানেই মৃত্যু বরণ করে। তারপর থেকেই পুত্রশোকে আব্দুল বারী অসুস্থ হয়ে পড়েন। আব্দুল বারী ছিলেন মরহুম বল্টু হত্যা মামলার বাদী।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দারুস সালাম ঈদগা ময়দানে জানাজা নামাজ শেষে লাশ দাফন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় ছোট ছেলে মিন্টু সকলের নিকট দোয়া কামনা করেছেন।

Comments (0)
Add Comment