আলমডাঙ্গা থানার ওসি চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা জেলার পাঁচটি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ। এছাড়াও ভালো কাজে অবদান রাখায় আলমডাঙ্গায় দায়িত্বরত ডিএসবির (এএসআই) মহানন্দ রায় সম্মাননা স্মারক এবং নগদ অর্থ-পুরস্কার পেয়েছেন। জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাদের সেরা ওসি ও এএসআই নির্বাচিত করা হয়। সোমবার বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ। মাসিক কল্যাণ সভায় সোমবার দুপুরে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন পিপিএম (বার) তাদের হাতে এ সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এদিকে বিপ্লব কুমার নাথ সেরা ওসি নির্বাচিত হওয়ায় তাকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলার পাঁচটি থানার মধ্যে তার সামগ্রিক কর্মতৎপরতায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জেলার সেরা হয়েছেন।

ছবি: আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ।

Comments (0)
Add Comment