আলমডাঙ্গা জেহালা ইউনিয়ন কিশোর-কিশোরী ও শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা জেহালা ইউনিয়ন কিশোর-কিশোরী ও শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “শরীর ও মন সুস্থ রাখতে এবং মানবিক হতে সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার সকাল ১০টায় মুন্সিগঞ্জ সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক ও বিশিষ্ট ছড়াকার মোহাম্মদ আহাদ আলী মোল্লা। ইউনিয়ন পর্যায়ে চূড়ান্ত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কৈশোর কর্মসূচির আওতায় অনুষ্ঠানটি আয়োজন করেন, আলমডাঙ্গা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ও ওয়েভ ফাউন্ডেশন। অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টার দিকে কিশোর-কিশোরীদের নিয়ে একটা দক্ষতা বৃদ্ধি ও সফট স্কীল প্রশিক্ষণ করানো হয়। এরপর শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিক পর্ব। আর তাই প্রথম পর্বে কিশোর-কিশোরীদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন করা হয়। আর বিভিন্ন খেলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন আলমডাঙ্গা জেহালা ইউনিয়ন ও কিশোর কিশোরী ও মুন্সিগঞ্জ সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে পাঞ্জা খেলা, চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও ফুটবল খেলানো হয়। এই খেলা প্রতিযোগিতায় অংশ গ্রহণের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সিগঞ্জ সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি হাসানুজ্জামান হান্নান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কানিজ সুলতানা, চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার আরিফুল ইসলাম সুরুজ, সদর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক লাইলা নাজনিন, লোকমোর্চার সদস্য উম্মে হাবিবা, ইলিয়াস হোসেন, শেখ লিটন, শিরিনা আক্তার ডলি, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, মুন্সিগঞ্জ পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী, জেহালা ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক হারুন অর-রশীদ বকুল, সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আজিজুর রহমান, ক্বারী নুর হাসান বেলালী, আজিজুর রহমান, আব্দুল কুদ্দুস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাগণ। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সিগঞ্জ সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি হাসানুজ্জামান হান্নান বলেন, আজকের কিশোর-কিশোরীরা সমাজের জন্য ভালো কাজের বন্ধু। আর এদের হাত দিয়ে একটা সুন্দর সমাজ গড়ে তোলা যাবে। আর তাই কিশোর-কিশোরীদের সৃজনশীলতা বৃদ্ধি বাড়াতে হবে। আর কিশোর-কিশোরীদের মনমানসিকতা ও মনবোল ঠিক রাখতে হলে এদের বেশি করে খেলাধুলা করতে হবে। আর তাই দেহ মন ও মেধা বিকাশ করতে হলে খেলা ধুলার কোনো বিকল্প নেই। আজকের কিশোর-কিশোরীরা সামনের প্রজন্মের ভবিষ্যৎ বলে মনে করি।

Comments (0)
Add Comment