খাদিমপুর প্রতিনিধি: আলমডাঙ্গা বড় গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হামিদুল হক বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহে…………রাজেউন)। গতকাল বৃহস্পতিবার ভোর ৩টার দিকে খাদিমপুরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি বড় গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসেবে সুনামের সাথে ১৯৮৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। মাস্টার হামিদুল হক বেশ কিছু দিন বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তিনি তিন সন্তান স্ত্রীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খাদিমপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।