আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কুমারী গ্রামের সদ্য তালাকপ্রাপ্ত এক যুবতি ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাকারী যুবতি বৈশাখী খাতুন (১৯) কুমারী গ্রামের পূর্বপাড়ার রতন আলীর মেয়ে। জানা গেছে, উপজেলার কুমারী গ্রামের পূর্বপাড়ার রতন আলীর মেয়ে বৈশাখী খাতুন’র প্রায় ৫ মাস পূর্বে বেলগাছী গ্রামের শাকিল নামের একটি ছেলে সাথে বিয়ে হয়। গত কয়েকদিন পূর্বে বৈশাখী ও শাকিলের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। বৈশাখীর পিতা রতন আলী দিন মজুর। শনিবার বিকেলে বাড়িতে কেউ নাই। এই সুযোগে সদ্য তালাকপ্রাপ্ত বৈশাখী তার নিজ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৈশাখীর চাচাতো ভাই সোহাগ বৈশাখীকে খুঁজতে আসে। এ সময় ডেকে না পেয়ে বৈশাখীর ঘরে খোঁজ করতে গেলে দেখতে পায় সে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। সোহাগের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে নামিয়ে দেখতে পায় সে মারা গেছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে বৈশাখীর পিতা রতন আলী। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, কুমারী গ্রামে সদ্য তালাকপ্রাপ্ত এক যুবতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী বৈশাখীর পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। পুলিশ সুরতাহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে হয়েছে। আজ রোববার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।