আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গা কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে কুরআন তেলাওয়াত, হাম্দ ও নাথ পরিবেশন, ধর্মীয় শিক্ষা বিষয়ক আলোচনাসভা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মো. আল মামুন রেজা, আলমডাঙ্গা ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মোনয়েম, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ মীর শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বিশিষ্ঠ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার শাহজাহান আলী পাভেল। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন অভিভাবক রেজাউল ইসলাম, মৌ তাপস রশিদ, লিপন আলী, লালু মিয়া, শিক্ষক আব্দুল জলিল, গোলাম কিবরিয়া, মালেকা আরজুমান বানু, সুমাইয়া মুক্তা, জুুবিরিয়া বেগম, আশিকুর রহমান প্রমুখ। পরে প্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৮ জন শিক্ষার্থীর হাতে কুরআন শরীফ তুলে দেয়া হয়। কুরআন শরীফ বিতরণ শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ডা. শাফায়েতুল ইসলাম হিরো।

ছবি: কুরআন শরীফ বিতরণ।

Comments (0)
Add Comment