আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী আলমডাঙ্গা থানা পুলিশকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গোবিন্দপুর গ্রামের লালুর ছেলে মাদকসেবী ফারুক হোসেন, বন্ডবিল গ্রামের মুকুল হোসেনের ছেলে গাফফার আলী ও মনোয়ার হোসেনের ছেলে ফিরোজকে আটক করে। আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফারুককে ১ মাস, গাফফারকে ৭দিন ও ফিরোজকে ৭দিন বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।