আলমডাঙ্গায় মাস্ক না পরায় ১০ জনকে জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করার অপরাধে জরিমানা করা হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী ‘নো মাস্ক, নো সার্ভিস’ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। রোববার ২০ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার এ কার্যক্রম পরিচালনা করেন। আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে বাধ্যতামূলক মাস্ক পরিধানের ব্যাপারে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছেন। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর আলিফ উদ্দিন মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ জনকে জরিমানা করা হয়। আলমডাঙ্গা শহরের আলিফ উদ্দিন মোড়ে মাস্ক পরিধান না করার অপরাধে দন্ডবিধি ২৬৯ ধারায় পাচলিয়ার উদয়পুরের তৌহিদুল ইসলামকে ২শ টাকা, খাসকররা গ্রামের শহিদুল ইসলামকে ৩শ টাকা, আঠারোখাদা গ্রামের আশিককে ৩শ টাকা, জামজামির সাইদুলকে ২শ টাকা, কাশিপুরের শামিমকে ৩শ টাকা, মাদারহুদার মুসাব আলীকে ৩শ টাকা, ষ্টেশনপাড়ার জীবন মাহমুদকে ২হাজার টাকা, এরশাদপুরের আব্দুল কাদেরকে ৩শ টাকা, চুয়াডাঙ্গার হাসানুজ্জামানকে ৩শ টাকা ও মিরপুর মালিহাদ গ্রামের ইসরাফিলকে ১শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই খসরুল আলম, আলমডাঙ্গা পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, লাইসেন্স পরিদর্শক আনিসুর রহমান, সহকারী লাইসেন্স পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার জুয়েল প্রমুখ।

Comments (0)
Add Comment