আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বাড়াদী বাজারপাড়ার মোমিনপুরের আব্দুর রহমানের ছেলে মিয়ারুল ইসলাম (১৯) চোলাই মদ নিতে গোকুলখালী পশুহাট এলাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে গোকুলখালী ক্যাম্পের এএসআই বিকাশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মিনারুল ইসলামকে চোলাই মদসহ আটক করে। আটকের পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ (১) ধারায় মিয়ারুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা দিয়ে মিনারুল সন্ধ্যায় বাড়ি ফিরে যান।