আলমডাঙ্গায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনাসভা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে দিনটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা, দলীয় ও শোক পতাকা অর্ধনমিত করে উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেলে পৌর আওয়ামী লীগের আয়োজনে উপজেলা মঞ্চে আলোচনাসভা, শোক র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীসহ পৌর এলাকায় খাবার বিতরণ করেন। সকালে পতাকা উত্তোলনের সময় জেলা, উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিকেলে আলোচনাসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।  বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ জামান লিটু বিশ^াস, সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য সাবেক হারদী ইউপি চেয়ারম্যান অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক নুরুল ইসলাম, সাবেক জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, শাহ আলম, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহম্মেদ ডন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক উপস্থাপনা করেন।

Comments (0)
Add Comment