আলমডাঙ্গায় নিশিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় বিক্রয় নিশিদ্ধ ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৮টার দিকে আনন্দধাম এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের লাল্টুর ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আকাশ (২২) দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সেবন ও বিক্রয় করে আসছিলো। তারা আলমডাঙ্গা শহরের বাইরে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট কিনে এনে উপজেলার বিভিন্ন গ্রামে ও পৌর এলাকায় বিক্রয় করেন। শুক্রবার সন্ধ্যার পর আলমডাঙ্গা থানার এসআই ইউসুফ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর ও আকাশ পালানোর চেষ্টা করে। তাদেরকে আটকের পর তাদের দেহ তল্লাশি করে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment