আলমডাঙ্গায় দুই মেয়র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের মাঠে সহিংসতা দেখা দিয়েছে। গতকাল রাত ৮টার দিকে দুই মেয়র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। পৌরসভার বন্ডবিল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়রপ্রার্থী মীর মহিউদ্দিনের অফিস ও আনন্দধাম হাউসপুরে মোবাইল প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর অফিস ভাঙচুর করা হয়। রাতেই এর প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর সমর্থকেরা শহরে প্রতিবাদ মিছিল বের করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে কে বা কারা ১৫-২০টি মোটরসাইকেল করে এসে আনন্দধাম হাউসপুরে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর মোবাইলের অফিসে ভাঙচুর করে। এসময় অফিসে ৭-৮ জন মোবাইলের সমর্থকরা বসে কথা বলছিলেন। আচমকা তারা অফিসে প্রবেশ করে ভাঙচুর করেই মোটরসাইকেল যোগে স্থান ত্যাগ করে।

প্রায় একই সময়ে পৌরসভার ৯নং ওয়ার্ডের বন্ডবিলে মীর মহিউদ্দিনের ধানের শীষের অফিসেও ভাঙচুর করে একদল যুবক। তারা অফিসে ভাঙচুর করে স্থান ত্যাগ করে। এ ঘটনায় মীর মহিউদ্দিন প্রতিবাদ মিছিল না করলেও বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর নেতৃত্বে শহরে প্রতিবাদ মিছিল বের হয়। রাতেই বীর মুক্তিযোদ্ধা এম সবেদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, পৌর নির্বাচনের দুটি মেয়র প্রার্থীর অফিস ভাঙচুরের সংবাদ আমরা পেয়েছি। আনন্দধাম হাউসপুর মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর অফিস ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে বন্ডবিল গ্রামে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মীর মহিউদ্দিনের অফিসের চেয়ার ভাঙচুর করেছে ও পোস্টার ছিড়েছে।

 

Comments (0)
Add Comment