আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় দুইদিনব্যাপী শিশুমেলার উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে ও আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রমের শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে এ মেলা উদ্বোধন করা হয়। সোমবার সকাল দশটার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন। উদ্বোধন শেষে আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা আ.লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, সহকারী তথ্য অফিসার রুস্তম আলী, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, থানার সেকেন্ড অফিসার এসআই সঞ্জিত কুমার ম-ল। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন, উপজেলা আ.লীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, চিৎলা ইউনিয়ন আ.লীগের সভাপতি খন্দকার আব্দুল বাতেন। আলোচনা সভা শেষে অথিতিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। বেলা সাড়ে ১২টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাড়ে ৩টায় সঙ্গীত প্রতিযোগিতা ও সাড়ে ৫ টায় সঙ্গীতানুষ্ঠান এবং সন্ধ্যায় চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।