আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ গোবিন্দপুর গ্রামের মিঠুন আটক

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গোবিন্দপুর গ্রামের মিঠুনকে আটক করেছে। ৭ জুলাই শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাসটার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর সোহাগ মোড়ের আব্দুল জব্বারের ছেলে মিঠুন মিয়া (৩৯) বেশ কিছুদিন ধরে মাদক বিক্রি করে আসছেন। ৭ জুলাই আলমডাঙ্গা থানার এসআই মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক বিক্রিয়কালে তাকে আটক করেন। আটকের পর তার নিকট থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments (0)
Add Comment