আলমডাঙ্গায় কিশোরী অন্তঃস্বত্ত্বা : অভিযুক্তের অস্বীকার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পারকুলা আবাসন প্রকল্পে বসবাসকারী এক কিশোরী ৩ মাসের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযুক্ত একই আবাসনে বসবাসকারী উঠতি বয়সী যুবক এ অভিযোগ অস্বীকার করেছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার পারকুলা আবাসন প্রকল্পে বসবাসকারী দরিদ্র বাবলুর কিশোরীকন্যা রিনা ৩ মাসের অন্তঃস্বত্ত্বা। অভিযোগ করা হচ্ছে বিয়ের প্রলোভন দেখিয়ে একই আবাসনে বসবাসকারী মানোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। গত ৩ মাসের অধিক সময় ধরে তারা গোপনে শারীরিক সম্পর্কে অভ্যস্ত।
রিনার মা জানান, গত কয়েক দিন আগে প্রাগপুরে রিনার বিয়ে ঠিক হয়েছিলো। বিয়ে উপলক্ষে বাড়িতে অনুষ্ঠানের প্রস্তুতিও চলছিলো। রুহুল আমিন রিনাকে বিয়ে করবে এমন প্রতিশ্রুতি দিলে রিনা ওই বিয়েতে অসম্মতি প্রকাশ করে। ফলে বিয়ের অনুষ্ঠান প- করে দেয়া হয়। অথচ, রুহুলের মা এখন ছেলেকে বিয়ে দিতে রাজি হচ্ছে না।
রিনা খাতুন জানান, ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে আমাকে একা ঘরে ডেকে নিয়ে রুহুল শারীরিক সম্পর্ক করেছে। আমার সর্বনাশ করে এখন আর বিয়ে করতে রাজি হচ্ছে না। বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।
এদিকে, রিনার সাথে শারীরিক সম্পর্কের দাবি সম্পূর্ণ মিথ্যা দাবি করে রুহুল আমিন রিনার সাথে মেসেঞ্জারে মেসেজ আদান প্রদান করার কথাও অস্বীকার করেছে।
অন্যদিকে, রিনা খাতুনের সাথে রুহুল আমিনের অবৈধ সম্পর্ক রয়েছে এমন কথা বিশ্বাস করতে নারাজ গ্রামের অনেকে। এলাকার শিক্ষক মাসুম বিল্লাহ, টুটুলসহ অনেকের দাবি, আবাসনে মাসের পর মাস এমন ঘটনা ঘটলে অবশ্যই জানাজানি হতো। তাছাড়া, রুহুল আমিন মাদরাসায় পড়াশোনা করছে। এলাকার মানুষ তাকে ভদ্র ছেলে হিসেবে জানেন। তার ব্যাপারে এমন ঘটনা তাদের কাছে মোটেও বিশ্বাসযোগ্য না বলে মন্তব্য করেছেন। তবে এ ঘটনার রহস্য উন্মোচন সকলেই প্রত্যাশা করেছেন।

 

Comments (0)
Add Comment