আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা অফিসার্স ক্লাব ও কুমারী ভেটেরিনারি ট্রেনিং ইন্সটিটিউট যৌথভাবে ঘটা করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দীনের জন্মদিন পালন করেছে। গতকাল কুমারী ভেটেরিনারি ট্রেনিং ইন্সটিটিউটের মনোরম নিসর্গে আনুষ্ঠানিকভাবে কেক কেটে এ জন্মদিনের উৎসব পালিত হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তার করোনামুক্তির পর তার জন্মদিনের অনুষ্ঠানে উপজেলার সকল কর্মকর্তা উপস্থিত থেকে পূর্ণাঙ্গ সুস্থতার জন্য এ অনুষ্ঠানে দোয়া করেন।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী, ভেটেরিনারি ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ সমীর কুমার রায়, সহকারী অধ্যাপক ডাক্তার রাশেদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার হাদী জিয়াউদ্দীন আহমেদ সাঈদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ হিল কাফি, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ওসিএলএসডি মিয়ারাজ হুসাইন, কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন স্বপন কুমার দাস, খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলাম, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুল, কলেজ ছাত্রলীগের সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী আশরাফুল হক, আলমডাঙ্গা থানার এসআই সুব্রত বিশ^াস, এসআই আমিনুল ইসলাম, দুর্লভপুর ক্যাম্প ইনচার্জ এসআই নাঈম, এএসআই মহানন্দ, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, ইউপি সদস্য মহাবুল ইসলাম প্রমুখ।