আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় দুর্বৃত্তদের হাতে নিহত পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আল ইমরান হত্যার সাথে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের হাইরোডে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে আল তায়েবা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, আতিউর রহমান বিপ্লব, সৈয়দ ফরিদ আহমেদ, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি তরিকুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন। আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আলম হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এনামুল হক ও রাজু আহমেদ, জেহালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জসি, নাগদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক রাসেল জোয়ার্দ্দার। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল ইমরান হত্যার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার করা না হয়; তাহলে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।