আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ১২ জনের করোনা নমুনা সংগ্রহ

প্রায় ১শত পরিবার হোম কোয়ারেন্টাইনে

মুন্সিগঞ্জ প্রতিনিধ, মাথাভাঙ্গা অনলাইন: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ১২ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে গড়গড়ি শহিদ শামসুজ্জোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ নমুনা পরীক্ষা করা হয়। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদিজিয়া উদ্দিন আহমেদ সাঈদ এর তত্বাবধায়নে উপস্থিত ছিলেন এমপিপিআই বিপ্লব শেখ, এমপি ল্যাব আজিজুল হক সোমা, সহ-স্বাস্থ্য পরিদর্শক মনসুর আলী, স্বাস্থ্য সহকারী মিজানুর রহমান সেলিনা খাতুন, নার্গিস পারভীন প্রমুখ।

স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী মিজানুর রহমান দৈনিক মাথাভাঙ্গাকে জানান, দেশের বিভিন্ন স্থান থেকে চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জে আসা ১২ জন ব্যক্তির করোনা ভাইরাসের রোগী সন্দেহে নমুনা পরীক্ষা করা হয়েছে। মুন্সিগঞ্জ এলাকায় প্রায় ১শত টি পরিবারকে হোম কোয়ারান্টিনে রাখা হয়েছে।

 

Comments (0)
Add Comment