ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামে মাটির কাঁচা রাস্তাটি পাকাকরণের কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় ডাউকি ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম একটি ইট পেতে পাকা করণের কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন। রাস্তাটি মাজু গ্রামের প্রধান সড়ক থেকে নেমে পার্শ্ববর্তী ছোট গলি রাস্তা হিসেবে নির্মিত হচ্ছে যা নওশাদের বাড়ি থেকে ইছাহাকের বাড়ি পর্যন্ত প্রায় ১১০ মিটার বিস্তৃত। ছোট্ট এ প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। এ সময় উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য লাভলু, ইউপি সদস্য বদর, আনিস, ডাউকি ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইজাল উদ্দিন, ইসাহাক, নওশাদ, জর্ডানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।