আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার ভোগাইল বগাদি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে ৫জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা ১ টার দিকে। আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদি গ্রামের পুরাতন মসজিদ পাড়ায় রইস উদ্দিনের বাসভবন ঘেরাকে কেন্দ্র করে প্রতিবেশী সিদ্দিক আলী স্ত্রীর সাথে রইস উদ্দিনের স্ত্রীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রইস উদ্দিনের পরিবারের সাথে সিদ্দিক আলীর পরিবারের গোলযোগ সৃষ্টি হয়। রইসউদ্দিন ও তার স্ত্রী, পুত্রবধূ, নাতিছেলেকে লাঠিশোটা ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিবেশী মৃত মহির উদ্দিনের ছেলে সিদ্দিক আলী, রফিকুল ইসলাম, মুজিবুল হক, শরিফুল ইসলাম, ছিদ্দিক আলীর ছেলে শাহীন আলম ও মন্টু হোসেন, রফিকুল ইসলামের ছেলে মোস্তফা, ইসলাম হোসেনের ছেলে আব্দুর রহিম, মৃত আজিবার রহমানের ছেলে ইসলাম হোসেনসহ ৯ জনের নামে রইস উদ্দিনের পুত্রবধূ জোহরা খাতুন বাদী হয়ে আসমানখালী বাজার পুলিশ ক্যাম্প ও আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আহত ৫ জনের মধ্যে তিনজনকে আলমডাঙ্গা উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং দুজনকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে বাড়িতে নেয়া হয়েছে।