আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় বিষপানে সেই যুবকের আত্মহত্যার অপচেষ্টা

 

ভাংবাড়িয়া প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় বিষপানে এক যুবক আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে। আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের পাগলাপাড়ার শহিদুল ইসলামের ছেলে সেই আলোচিত যুবক সজল আহম্মেদ (২৮) গতকাল বৃহস্পতিবার তার বোনের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারাতে বিষপান করে। ভাংবাড়িয়া গ্রামের পাগলাপাড়ার কুয়েত প্রবাসী আব্দুল আলিমের স্ত্রীর সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো।  প্রবাসীর স্ত্রী সালমা খাতুন গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। গত শনিবার সজল আহমেদ তার প্রেমিকার কবরে ফুলের মালা ও আগর বাতি জ্বালাতে এলে গ্রামবাসী ধরে উত্তম মধ্যম দিয়ে তার পরিবারের হাতে তুলে দেয় । এ ঘটনার পর সজল আহমেদ তার বোনের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায় বিষপান করে। বোনের পরিবারের সদস্যরা এ সময় তাকে উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তার বিষ তুলে ফেলে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

Comments (0)
Add Comment