আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদী ও গৌরিহ্রদ থেকে গতপরশু বৃহস্পতিবার রাতে দুজন আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী গ্রামের এক নারীর চুয়াডাঙ্গা কোর্টে দায়ের করা মামলায় তাদের আটক করা হয়। আদালতের ওয়ারেন্টের প্রেক্ষিতে ভোগাইল বগাদী গ্রামের জমির উদ্দীনের ছেলে আসমুতুল্লা ও গৌরিহ্রদ গ্রামের মৃত খবির উদ্দীনের ছেলে মারফত আলীকে আটক করে কারাগারে প্রেরণ করেছে।