আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার বড় গাংনীতে স্ত্রীর ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে এক সন্তানের জনক রনি। তিনি আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের বড় গাংনী গ্রামের পুরাতন মসজিদপাড়ার মৃত আব্দুল আলিমের ছেলে। গত বুধবার তার মায়ের সাথে স্ত্রীর কথা কাটাকাটি ও ঝগড়া হয়। স্ত্রীকে তিনি সামলাতে না পেরে ওই দিন তিনি বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে রনিকে দ্রুত সদর হাসপাতালে নেয়া। সেখানে চিকিৎসাধীন শেষে গত রোববার রনিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে নিজ বাড়িতে আনা হয়। গত বুধবার বেলা সাড়ে ৯ টার দিকে নিজ বাড়িয়ে রনি মারা যান। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রাম্য কবরস্থানে জানাজা নামাজ শেষে তার দাফন কার্য সম্পন্ন হয়।