হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন আ.লীগের উদ্যোগে বড়বোয়ালিয়া গ্রামে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বড়বোয়ালিয়া ওয়ার্ড আ.লীগের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাজিবার রহমান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাংবাড়িয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতি ও মরহুম আশাবুল হক ঠান্ডুর জৈষ্ঠ্য পুত্র নাহিদ হাসনাত সোহাগ। নাহিদ সরোয়ার সোহানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা খোশদেল আলম, মুক্তিযোদ্ধা শোয়েব উদ্দিন, আশরাফুজ্জামান নান্নু বিশ্বাস, আসমান হাকিম, কালু ম-ল, বজলুর রশিদ মিন্টু, আব্দুর রহমান, আনিসুর রহমান, টুকু মিয়া, কলিন্সসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।