আলমডাঙ্গার বকসিপুরের লিটন ইয়াবাসহ গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বকসিপুর গ্রামের লিটন আলীকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গার হাউসপুর-সাদাব্রিজ সড়কের টুকুর ভাংড়ীর দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী লিটন আলী (৩৫) উপজেলার ডাউকি ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের লিটন আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। পুলিশের চোখে ধুলো দিয়ে আলমডাঙ্গার হাউসপুর ও বকসিপুর গ্রাম অঞ্চলে লিটন নিয়মিত মাদক বিক্রয় করে। গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই কাজী সামসুল আলম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে হাউসপুর-সাদাব্রিজ সড়কে অভিযান চালায়। এ সময় সড়কের জাহিদুল ইসলাম টুকুর ভাংড়ীর দোকানের সামনে থেকে লিটনকে হাতে নাতে ইয়াবা বিক্রয়কালে গ্রেফতার করে। তার নিকট থেকে ২৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।