আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বকশীপুর গ্রামে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ অপচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী বৃদ্ধ বাহার আলীর বিরুদ্ধে। এ ঘটনা জানাজানির পর অভিযুক্ত গ্রাম ছেড়ে পালিয়েছেন বাহার। গ্রাম্য সালিসে অভিযুক্ত বৃদ্ধকে এক সপ্তাহের মধ্যে বাড়িতে উপস্থিত হতে সময় বেধে দেয়া হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বকশীপুর গ্রামের ৬ বছরের শিশুকন্যা তার বোনের সাথে বাড়ির পাশের জমিতে শাক তুলতে যায়। বড় বোন কিছুটা দূরে অন্য জমিতে গেলে প্রতিবেশী বাহার আলী শিশুকে পাশের ভুট্টা ক্ষেতে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বড় বোন ভুট্টা ক্ষেতের পাশে এসে শিশুটির নাম ধরে ডাকতে থাকতে থাকলে শিশুটির চিৎকার দিলে বাহার আলী দৌঁড়ে পালিয়ে যায়। তারপর বাহার আলী আর বাড়ি ফেরেনি।
এদিকে, শুক্রবার রাতে গ্রামের এ ঘটনায় সালিস বৈঠক বসে। সালিসকারিরা বাহার আলীকে এক সপ্তাহের মধ্যে বাড়িতে উপস্থিত হতে সময় বেধে দিয়েছেন।
শিশুটির পিতা জানান, বাহার আলী ৭-৮ বছর আগে মেহেরপুরের গাংনী উপজেলা থেকে আত্মীয়তার সূত্রে বকশীপুরে বসবাস করে আসছে। তার বিরুদ্ধে এর আগেও শিশু বলাৎকারের অভিযোগ উঠেছিলো। ওই সময় গ্রাম্যসালিসে ২০ হাজার টাকা জরিমানা দিয়ে পার পেয়েছিলো বাহার। ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, ঘটনা শুনেছি। অভিযুক্তকে বাড়িতে উপস্থিত করতে বলা হয়েছে বলেও জানতে পেরেছি। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, থানায় এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।