আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার নান্দবার গ্রামের পশ্চিমপাড়ায় গতকাল শনিবার সকাল ৮টার দিকে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্ট সংস্থার এসিই কমিউনিটি স্কুলে ক্লাস উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসিই স্কুলের শিক্ষক মোছা. ফজিলা খাতুন। প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন ফর এমপাওয়ারমেন্ট এসিই সংস্থার নির্বাহী পরিচালক মো. সামসুজ্জামান। তিনি বলেন আজকের শিশুরা আগামীদিনে দেশ ও জাতিকে বিশ্ববাসীর দরবারে তুলে ধরবে, কোমলমতি ছেলে-মেয়েদের কাছ থেকে আমরা এমনটাই আশা করি। এ সময় উপস্থিত ছিলেন হাজি ঝন্টু মিয়া, আফরোজা বেগম, মাসকুরা পারভিন, মাহামুদা আক্তার, হোসনে আরা, কামরুজ্জামান, রাসেদ মিয়াসহ এলাকার শুধীজনেরা।