হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা নগরবোয়ালিয়া গ্রামে পান চুরির অভিযোগ তুলে স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছে পানচাষী ইমান আলী। রোববার ভোর রাতে নিজবাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে হাতে হাতকড়া ও কোমরে দড়ি বেধে ভাংবাড়িয়া গ্রামের ঘরজামাই অভিযুক্ত সালামসহ তার স্ত্রীকে নেয়া হয় পুলিশ ক্যাম্পে। পুলিশের উপস্থিতিতে কোমড়ে দড়ি এবং হাতে হাতকড়া দিয়ে ক্যাম্পে নেয়ার ঘটনায় হতবাক এলাকার সচেতন মহল।
জানা গেছে, আলমডাঙ্গা নগরবোয়ালিয়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে ঈমান আলী নগরবোয়ালিয়া চরের মাঠে পানের বরজ করে চাষাবাদ করেন। পানের দাম বেশি হওয়ায় মাঝে মধ্যে পান চুরি হতে থাকে। চুরি ঠেকাতে ঈমান আলী নিয়মিত পাহারা দিতে থাকেন। রোববার রাত ১১টার দিকে ঈমান আলী শারীরিক অসুস্থতার কারণে বাড়ি চলে যান। ভোর ৬টার দিকে ঈমান আলী পানবরজে গিয়ে দেখতে পায় পান চুরি হয়েছে। ঈমান আলী নগরবোলিয়া ও পাশর্^বর্তী ভাংবাড়িয়া গ্রামে পান খুঁজতে থাকেন। পরে ঈমান আলী প্রতিবেশীদের সহযোগিতায় পাশর্^বর্তী ভাংবাড়ীয়া গ্রামের এক দম্পতিকে আটক করে। ভাঙবাড়ীয়া গ্রামের মৃত সাদত জোয়ার্দ্দারের মেয়ে রোজিনা খাতুন ও তার স্বামী গাংনী উপজেলা ষোলটাাকা গ্রামের আত্তাহিমের ছেলে আব্দুস সালামকে আটক করে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এএসআই হাবিবুর রহমানের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাদের আটক করে ক্যাম্পে নেয়।