আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার নওদাবন্ডবিল গ্রামের শাহিনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে পৌর এলাকার চারতলার মোড়ের আর্শীবাদ জুয়ের্লাসের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় শাহিনের কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের ওহিদুল ইসলামের ছেলে শাহিন (২৪) দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছে। গতকাল সোমবার বিকেলে আলমডাঙ্গা থানার এসআই জমির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহিন পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে আটক করে। আটকের পর তাকে তল্লাশি করে ৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।