স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মাথাভাঙ্গার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও দৈনিক সকালের সময়ের আলমডাঙ্গা প্রতিনিধি কাইরুল মামুনকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে কাইরুল মামুন বলেন, আনুমানিক বেলা তিনটার দিকে তার মুঠোফোনে একটি কল আসে এই নম্বর থেকে ০৯৬৩৮ ৮২৯৯৯০। এ সময় তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন বলে জানান। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রান নাশের হুমকি দিতে থাকে। তিনি কোন কিছু বুঝে ওঠার আগেই তাকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়া হয়।
তিনি আরও বলেন, আমার অপরাধ কি? জানতে চাইলে বলা হয় তুই বিএনপির নাম ভাঙাচ্ছিস, তুই বেশি বুঝিস, বেশি কথা বলিস। তিনি বলেন কোথায় কবে নাম বিএনপির ভাঙ্গালাম এ কথা জানতে চাইলে কোন প্রমাণ না দিতে পেরে বলে, তুই বেশি বুঝিস এটাই তোর অপরাধ। আমার কথা না মেনে কেন তর্ক করছিস।
কাইরুল মামুন জানান ফোনে হুমকি দেয়া ব্যক্তিটির নাম বারবার জানতে চাইলেও তা না বলে উল্টোপাল্টা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করতেই থাকে।
এই ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান সাথে কথা হলে তিনি বলেন আমি একটু বাইরে আছি আমি এসে ব্যাবস্থা গ্রহণ করবো অপরাধিকে কখনও ছাড় দেয়া হবে না।