আলমডাঙ্গার দক্ষিণ গোবিন্দপুরের আসিফ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের আসিফকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গড়গড়ি গ্রামের মিলনের বাড়ির সামনে থেকে তাকে আটক করে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর  গ্রামের আওলাদ আলীর ছেলে আসিফ (১৯) দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলো। গতকাল আলমডাঙ্গা মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের এসআই ইউসুফ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে  অভিযান চালিয়ে গড়গড়ি গ্রামের মিলনের বাড়ির সামনে থেকে তাকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments (0)
Add Comment