আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলা ও পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলুর আনন্দধাম বাগান বাড়িতে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনায় কমিটির নব-নির্বাচিত নেতাদের গলায় ফুলের মালা পড়িয়ে বরণ করে নেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ডাউকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান অল্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাগরিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহাবুল হক মাস্টার, সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু। ডাউকি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল সিরাজী সালাম মেম্বারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুদ্ধ, ইউনিয়ন বিএনপি নেতা হায়দার আলী, আমির মেম্বার, শহিদুল ইসলাম, সরোয়ার, আজম আলী, শাফায়েত, গফুর মোল্লা, আজিজুল হক, সিদ্দিকুর রহমান, মতিয়ার, আবু জাফর, লাল খাঁ, রুবেল, শামিম, নাহিদ, ইসলাম, হান্নান, রুবেল, মন্টু, হিয়া খান, জামসেদ ম-ল প্রমুখ।