আলমডাঙ্গার জামজামি বাজারে আলসেখানা পাঁককরণকাজের উদ্বোধন

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার আলসেখানা পাঁকাকরণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় এ নির্মাণকাজের উদ্বোধন করেন জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রাহাব উদ্দিন, আ.লীগ নেতা আব্দুল আলিম, অটোমেকার মিশন খন্দকার, কামরুজ্জামান, রাশিদুল ইসলাম, পল্লি চিকিৎসক শহিদুল ইসলাম, ইলেক্ট্রনিক্স মেকার রবজেল হোসেন, মুনিযার টেইলার্স, জাফিরুল ইসলাম প্রমুখ।
আলমডাঙ্গা উপজেলা পরিষদের অর্থায়নে ২ লাখ টাকা ব্যয়ে এ বটগাছের চারপাশ চক্রাকারে পাঁকা ও টাইলস দিয়ে এই বিশ্রামস্থল (আলসেখানা) বাস্তবায়ন ও নির্মিত হওয়ায় দূর-দূরান্তের আগত ব্যবসায়ী, পথচারি ও রোদেপোড়া পরিশ্রান্ত শ্রেনি-পেশার মানুষ দূর্বিসহ তাপদাহ থেকে সাময়িক স্বস্তি পাবেন।

Comments (0)
Add Comment