জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গায় পানিতে ডুবে মিল্টন আলী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের কুমার নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিল্টন আলী একই গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন।
নিহতের মা গননেছা খাতুন জানান, সকালে খাবার খেতে বললে গোসল করে এসে খাবে বলে জানায় মিল্টন। পরে বাড়ির পাশের কুমার নদে গোসল করতে যান তিনি। তারপর থেকে আর বাড়ি ফেরেনি। বাড়ি আসতে দেরি দেখে তাকে খোঁজাখুঁজি শুরু করি। কুমার নদের পাড়ে তার পরনের লুঙ্গী, গামছা, স্যান্ডেল ও শ্যাম্পু পড়ে থাকতে দেখি। তখন স্থানীয়দের সহযোগিতায় নদের পানিতে খুঁজতে শুরু করি। একপর্যায়ে তার মরদেহ পাওয়া যায়। তিনি আরও জানান, আমার দুই মেয়ে ও এক ছেলে। মিল্টন ছিল সবার ছোট। তার কাঁধেই ছিলো পরিবারের সমস্ত দায়িত্ব।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই দিনই সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা সম্পন্ন করা হয়েছে।