আলমডাঙ্গার গোয়ালবাড়িতে বন্ধুর স্ত্রীর সাথে রঙ্গলীলা ॥ যুবক ধরাশায়ী

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার গোয়ালবাড়ি গ্রামে পরস্ত্রীর সঙ্গে রঙ্গলীলা করতে গিয়ে স্বামীর হাতে এক যুবক হাতেনাতে ধরা পড়েছে। সালিসের মাধ্যমে যুবকের কাছে থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সালিস বৈঠকে স্ত্রীকে তালাক দিয়েছে স্বামী তরিকুল।

গ্রাম সূত্রে জানা গেছে, গোয়ালবাড়ি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে তরিকুল ও একই গ্রামের আসাদুলের ছেলে নুরুজ্জামান মিলে কিছুদিন আগে পার্টনারে একটি চায়ের দোকান খুলে বসেন। গত পরশু সোমবার রাত সাড়ে নয়টার দিকে নুরুজ্জামান বন্ধু তরিকুলকে দোকানে বসিয়ে রেখে তার বাড়িতে উপস্থিত হন। ওই সময় তরিকুলের স্ত্রী শারমিনের সঙ্গে রঙ্গলীলায় মত্ত হন। এসময় তরিকুল বাড়িতে ফিরে তাদেরকে হাতেনাতে ধরে ফেলে ও নুরুজ্জামান কৌশলে পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার দুপুরে বাড়াদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজের উপস্থিতিতে গ্রাম্য মাতব্বরদের নিয়ে সালিসের আয়োজন করা হয়। সালিসে তরিকুলের স্ত্রী শারমিন ও নুরুজ্জামান তাদের পরকীয়ার বিষয়টি স্বীকার করে। সালিস বৈঠকে তরিকুল তার স্ত্রীকে তালাক দেন এবং গ্রাম্য সালিসে নুরুজ্জামানের কাছ থেকে ৪৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করে শারমিনের পিতাকে দেয়া হয়। এ নিয়ে এলাকায় মুখরোচক আলোচনা সমালোচনার ঝড় বইছে।

 

Comments (0)
Add Comment