আলমডাঙ্গার খাসকররায় প্রতিবন্ধী ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ 

 

খাসকররা প্রতিনিধি: আলমডাঙ্গার খাসকররায় প্রতিবন্ধী ও অসহায় নারীদের আত্মকর্ম সংস্থার লক্ষ্যে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উই আর ফর আদার্স ও রাইছা ব্যাগ অ্যান্ড ফ্যাশন হাউজের যৌথ উদ্যোগে খাসকররা ফাউন্ডেশনের সহযোগিতায় ৩ মাসব্যাপী ফ্রি সেলাই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে কোর্স সম্পন্নকারী ৮ প্রতিবন্ধী ও অসহায় নারীদের মাঝে ৭টি সেলাই মেশিন ও একজনকে ব্লক ও বাটিকের সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাসকররা ইউপি চেয়ারম্যান তাছফির আহমেদ মল্লিক লাল। বিষেশ অতিথি ছিলেন খাসকরা পুলিশ ফাঁড়ির এসআই ওসমান গনি, খাসকররা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. হাসানুজ্জামান, রাইছা ব্যাগ এন্ড ফ্যাশন হাউজের এমডি শিরিনা খাতুন। এছাড়া আরও উপস্থিত ছিলেন গোলাম রসুল, গিয়াস উদ্দীন, ইউনুচ আলী, তানভীর আহম্মেদ, শাজাহান আলী, ফরিদুল ইসলাম, আনিচুর রহমান, রকিবুল ইসলাম প্রমুখ।

Comments (0)
Add Comment