আলমডাঙ্গার খাদিমপুরের কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাসের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৫০ জন শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

খাদিমপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামসেদুর রহমান জোয়ার্দ্দার, বটিয়াপাড়া শিয়ালমারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন জোয়ার্দ্দার, শিমুল হোসেন মেম্বার, শিপন আলী মেম্বার, উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীবৃন্দ। এছাড়া ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধা ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনাসভা শেষে ইউনিয়নের ৫০ জন জিপিও-৫ প্রাপ্ত ও মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। রাত ৮টার দিকে দেশবরণ্য শিল্পিদের সংগীত পরিবেশনায় কনর্সাট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, আক্তারুল, রনি, বাদশা, শফিউল আলম, অনুষ্ঠানটি সঞ্চাচালনা করেন বটিয়াপাড়া শিয়ালমারী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (আইসিটি) শফিকুর রহমান ভাসানী।

Comments (0)
Add Comment