আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কেদারনগর গ্রামে মধ্যবয়সী নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার বাড়ির পাশে বাঁশবাগানে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। ভোর ৫টার দিকে পরিবারের লোকজন তাকে ঘরে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে বাগানে গলায় ফাঁস দেয়া লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
জানা গেছে, উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের দিনমজুর সারজদে আলীর স্ত্রী কহিনুর খাতুন (৪৫) র্দীর্ঘদিন মানসিক রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। তাকে বিভিন্ন ডাক্তার, কবিরাজের নিকট চিকিৎসা করালেও সুস্থ হয়নি বলে পরিবারের দাবী। গত সোমবার গভীর রাতে যেকোন সময় নিজ ঘর থেকে বেরিয়ে যান তিনি। রাতে কহিনুরকে তার পরিবারের লোকজন ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। ভোর রাতে বাড়ির পেছনে বাঁশবাগানে গলায় ফাঁস দেয়া অবস্থায় কহিনুরের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। সকালে কহিনুরের ছেলে বাদি হয়ে আলমডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এলাকাবাসী জানিয়েছে, কহিনুর রোগ থেকে মুক্তি পেতেই এ কাজ করেছে।