আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ এরশাদপুর গ্রামে জুয়া বিরোধী অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৭ জনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এরশাদপুর গ্রামের শরিফুলের বাড়িতে অভিযান চালিয়ে জুয়াখেলারত অবস্থায় ৭ জনকে গ্রেফতার করে নিয়ে আসে। জুয়ার আসর খেকে নগদ টাকাসহ জুয়া খেলার সরাঞ্জাম উদ্ধার করেন। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের মৃত ছকিম উদ্দিনের ছেলে শরিফুলের বাড়িতে নিয়মিত সন্ধ্যার পর জুয়া আসর বসিয়ে বেশ কয়েকজন জুয়া খেলা করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন একরামুল হোসাঈনের নেতৃত্বে এসআই সালাউদ্দিন, এসআই দেবাশিষ অভিযান চালান। এ সময় বাড়ির মালিক মৃত ছকিমের ছেলে শরিফুল ইসলাম (৩৫), একই গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে সাজু বিশ্বাস (৩৭), মৃত শাহাদত হোসেনের ছেলে রাজিব আহম্মেদ ওরফে শিমুল (৩২), আলফা উদ্দিনের ছেলে রাশেদ (৪৫), আতিয়ার রহমানের ছেলে টুকু (৫০), মৃত খবির উদ্দিনের ছেলে কুদ্দুস (৫০), মৃত বাবুর আলীর ছেলে আইনুদ্দিন (৫৮) কে আটক করে। অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে নগদ ২ হাজার ২শ’ ৮০ টাকা ও ২ সেট তাস উদ্ধার করেন। এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।