আলমডাঙ্গার এনায়েতপুর বাড়াদী আলহাজ মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার এনায়েতপুর বাড়াদী আলহাজ মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ পরীক্ষার নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। নোটিশ প্রাপ্তির ২১দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। এছাড়া মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ পরীক্ষার সমস্ত কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। গত ১৫ নভেম্বর চুয়াডাঙ্গা আদালত এ আদেশ প্রদান করে।
জানা গেছে, গত ১০ নভেম্বর এনায়েতপুর বাড়াদী আলহাজ মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসিবুল হক, প্রধান শিক্ষক শফি উদ্দিন ও অভিভাবক সদস্য শেখ আমিন উদ্দিনের যোগসাজশে অত্র স্কুলের কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ পরীক্ষা ও নিজের পছন্দের প্রার্থীর নিয়োগ দেয়ার পাঁয়তারা করতে থাকে। স্কুল অভিভাবক সদস্য মোস্তাক আহমেদ স্বপন, ইলিয়াস হোসেন, রেজাউল হক, ইকরামুল ও ফজিলা খাতুনসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের অভিযোগ ও প্রতিবাদ জানান। এ সংক্রান্ত ব্যাপারে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই অভিযোগকারীরা গত ১৫ নভেম্বর রোববার চুয়াডাঙ্গা আদালতে ওই নিয়োগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। বিজ্ঞ আদালত বাদীপক্ষের এফিডেভিডসহ দেওয়ানী কার্যবিধি আদেশ ৩৯ নিয়ম ১ এর বিধান মতে ১-৩ নং বিবাদীগণের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের আবেদনের প্রেক্ষিতে নোটিশ প্রাপ্তির ২১দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। মূল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এনায়েতপুর বাড়াদী আলহাজ মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগের নিমিত্তে গঠিত কমিটি কর্তৃক বিগত ১০ নভেম্বর নিয়োগ পরীক্ষার সমস্ত কার্যক্রম অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞার আদেশে প্রদান করেছে আদালত।

Comments (0)
Add Comment