আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরের স্টেশন রোডে অবস্থিত আড্ডা কফি হাউজ থেকে গাঁজা ও গাঁজা খাওয়ার কলকে উদ্ধার করেছে পুলিশ। এসময় কফি হাউজের মালিক রকিবুল ইসলাম রনিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদ- দেয়া হয়। আটককৃত রনি গোবিন্দপুর গ্রামের ঠা-ুর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার আলমডাঙ্গার আড্ডা কফি হাউজে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় গাঁজা ও গাঁজা খাওয়ার কলকেসহ মালিক রকিবুল ইসলাম রনিকে আটক করা হয়। পরে আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে আড্ডা কফি হাউজের মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া উদ্ধারকৃত গাঁজা পুড়িয়ে নষ্ট করা হয়।