আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ার অনন্তপুর গ্রামে সাব্বির হোসেন নামে সাড়ে ৬ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নওশের মিয়ার পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। শিশু সাব্বির অনন্তপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে ও আন্দুলবাড়িয়া অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের শিশু শ্রেণির ছাত্র। প্রতিবেশী কৃষক মোল্লা আলতাব হোসেন ফেলা জানান, বেলা ১১টার দিকে অন্যান্য শিশুদের সাথে নওশের আলী মিয়ার পুকুরে শিশু সাব্বির গোসল করতে নামলে পানিতে ডুবে তার মৃত্যু ঘটে। স্বজনরা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ বাড়িতে নেয়া হলে পিতা-মাতা ও স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। গতকাল বিকেল ৫টায় অনন্তপুর ঈদগা ময়দানে জানাজা শেষে গ্রামের কেন্দ্রীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয়। এ ব্যাপারে শাহাপুর ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক এসআই জমির হোসেন মাথাভাঙ্গাকে বলেন, সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে।