আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ার কর্চ্চাডাঙ্গা সেনতলা মন্দিরে চতুর্থদশী উপলক্ষে শিবপূজা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গল ও বুধবার মন্দির প্রাঙ্গনে দু’দিনব্যাপী এ পূজা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়িয়া, রায়পুর, কেডিকে, সাফদারপুর, দোড়া ও হাসাদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের সনাতন ধর্মাম্বলী হিন্দু নারী-পুরুষ উৎসবমুখর পরিবেশে এ পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিবপূজা, নামকীর্তন, ভগবত, গীতা পাঠ করেন পুরোহিত উৎপল চক্রবর্তী। গতকাল বুধবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিশ্ব শান্তি, দেশ-জাতির মঙ্গল ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন পুরোহিত উৎপল চক্রবর্তী। এ সময় মন্দির কমিটির সভাপতি বিন্দা ভৌমিক, সাধারণ সম্পাদক উৎপল দত্ত, শ্যামল ঘোষ, অশোক কুমার অধিকারী, শ্যামল দেবনাথ, শুকুমার শর্মা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতারণ করা হয়।