হাটবোয়ালিয়া প্রতিনিধি: পনেরো আগস্ট বিপ্লবের নায়ক জাতীয় বীর বীর মুক্তিযোদ্ধা কর্ণেল আজিজ পাশার মেয়ে ও জাতীয় বীর মুক্তিযোদ্ধা শহীদ মেজর বজলুল হুদা’র ভাগনি আফসানা লিরার তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে গতকাল শনিবার বাদ আসর হাটবোয়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেছেন খতিব মাও. লোকমান হোসাইন। আফসানা লিরারকে বাসচাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করে তার পরিবার। ২০২৩ সালের এইদিনে তাকে হত্যা করা হয়। সেই থেকে এ হত্যাকা-ের বিচার চেয়ে আসছে পরিবারটি।
জানা গেছে, আওয়ামী ফ্যাসিবাদের আমলে কঠোর গোয়েন্দা নজরদারিতে ছিলেন আফসানা লিরা। ঘটনার দিন অফিস শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এমন সময় হঠাৎ তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয় শ্যামলী পরিবহনের বেপরোয়া গতিতে চলা একটি বাস। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ওই সময় আশপাশে থাকা পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আফসানা লিরা হত্যার বিচার চেয়েছেন তার মা লিজা আহমদ ও তার পরিবার। এ সময় আফসানা লিরা হত্যার বিচার চেয়ে তার মা বলেন, পরিকল্পিতভাবে আফসানাকে হত্যা করা হয়েছে। তিন বছর হয়ে গেলেও ওই ঘটনার বিচার মেলেনি। অভিযুক্ত বাসচালকসহ এ পরিকল্পনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, বলে জানান আফসানার লিরার মা লিজা আহমদ।