আজকের অস্তগামী সূর্য কাল সকালে আবার উদীত হয়

জীবননগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণকালে পুলিশ সুপার

জীবননগর ব্যুরো: জীবননগরে প্রবীণ সামাজিক কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, পরিতোষক ভাতা, শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে শাখারিয়া প্রবীণ কেন্দ্রে এ পুরস্কার বিতরণ ও সম্মননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, প্রবীণের যুক্তি, নবীনের শক্তি এ দুইয়ে মিলে সমাজের মুক্তি। আপনারা যারা এখানে নবীণরা রয়েছেন তাদের শক্তির সাথে কিন্তু প্রবীণদের পারার কথা না। কালের পরিক্রমায় আজ আপনারা নবীন। প্রবীণদেরকে বলা হয় অস্তয়ামান সূর্য। আপনারা জানেন আজ যে সূর্য অস্ত যায়, কাল সকালে সেই সূর্য আবার উদীত হয়ে নিজের অস্তিত্বের জানান দেয়। তিনি প্রশ্ন তুলে বলেন, তাহলে কী প্রবীণদের অবজ্ঞা করার সুযোগ আছে। তিনি বলেন হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, বড়দের যথাযথ সম্মান ও ছোটদের স্নেহ করতে হবে। প্রবীণদের শ্রদ্ধা ও নবীনদের স্নেহ রাসুল (সা.) খুব পছন্দ করতেন। তিনি বলেছেন, যে বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করে না সে আমার দলভূক্ত নই। অতএব আমাদেরকে বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে হতে। তিনি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল মালেক মোল্লা, সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি শাজাহান আলী, সাধারণ সম্পাদক আজিজুল হক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মধু প্রমুখ। পিকেএসএফের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও রবিউল ইসলাম বকুল হোসেন। শেষে নবীন ও প্রবীণদের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ ছাড়াও শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তানদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় এবং প্রবীণদের হাতে পরিতোষক ভাতা তুলে দেন প্রধান অতিথি এসপি আব্দুল্লাহ আল মামুন।

Comments (0)
Add Comment