মেহেরপুর অসিফ: আগামী ২০ মার্চ মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন অনুষ্ঠিত হবে। গত রোববার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি নির্বাচন উপলক্ষে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নিয়োজিত রিটার্নিং অফিসার সুজন দাশগুপ্ত পুনঃতফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আগামী ৩ মার্চ খসড়া ভোটার তালিকার উপর আপত্তি দাখিলের শেষ দিন। পরদিন ৪ মার্চ চূড়ান্ত তালিকা ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৫ মার্চ মনোনয়নপত্র বিক্রি এবং ৯ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে। ১০ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১১ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ১৩ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং আগামী ২০ মার্চ মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ভোটদান পর্ব শুরু হবে। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ৯টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোট দান চলবে।