স্টাফ রিপোর্টার: আগামী কাল শনিবার থেকে চুয়াডাঙ্গা পৌর এলাকার খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হবে। এরই পূর্ব প্রস্তুতি হিসেবে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা পৌরসভার সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান।
চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় কোন কোন ব্যাক্তি বা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে তা নিয়ে বিষদে আলোচনা হয়। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, লকডাউনের মধ্যে যারা কর্মহীন তথা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের মধ্যে যেমন চা দোকানি, ইজিবাইক বা অটো চালক, পাখিভ্যান চালক, রিকশা চালক, ভ্রাম্যমান দোকানদার, নাপিত, মুচি, ডেকোরেটর শ্রমিক, হোটেল বয়, মুটে মজুর কুলিদের তালিকা করা হবে। ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলররা স্থানীয়দের সহযোগিতায় পরিছন্ন তালিকা প্রস্তুত করবেন। এ তালিকা মোতাবেক নির্ধারিত স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
সভায় সচিব কাজী শরিফুল ইসলাম, টিকাদান সুপারভাইজার আলী হোসেন, উপসহকারী প্রকৌশলী ত্রাণ শাখাসহ কাউন্সিলরদের প্রায় সকলেই উপস্থিত ছিলেন।