আইজিপির পুরস্কার পেলো চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ

 

স্টাফ রিপোর্টার: চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে পুরস্কার প্রদান করেছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমানের হাতে এ প্রণোদনামূলক আর্থিক পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে অজ্ঞাতনামা চোরেরা চুয়াডাঙ্গা থানা কাউন্সিলপাড়ার সাইফুল ইসলামের ছেলে আব্দুল ওয়াকিলের (২৪) কালো-লাল রঙয়ের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ৪ এপ্রিল চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন ওয়াকিল। পরে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানের তত্ত্বাবধানে মোটরসাইকেল উদ্ধারে কাজ শুরু করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমানের নেতৃত্বে এসআই হাসানুজ্জামান, এসআই মাসুম বেল্লা ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল সনাক্ত করেন। পরে ওই মোটরসাইকেল ও সন্দিগ্ধ চোরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরের মূল হোতাসহ চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজতে থাকা ওয়াকিলের পালসার মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

Comments (0)
Add Comment