অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার রাখার অপরাধে মুন্সিগঞ্জের মদন মোহন মিষ্টান্ন ভা-ার ও শ্রেষ্ঠ দধি ভা-ারে জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার রাখার অপরাধে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের দুই হোটেলে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মদন মোহন মিষ্টান্ন ভা-ারে ২০ হাজার এবং গড়গড়ি গ্রামের শ্রেষ্ঠ দধি ভা-ারে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশ ও ফ্রিজে থাকা বাসি খাবার রাখার দায়ে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারের মদন মোহন মিষ্টান্ন ভা-ারে উজ্জ্বল কুমারকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই অপরাধে গড়গড়ি গ্রামের শ্রেষ্ঠ দধি ভান্ডারে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশকয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির। সহযোগিতায় ছিলেন উপজেলা সার্ভেয়ার আবু ছালেহ ও মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আইসি এসআই আসের আলীসহ সঙ্গীয় ফোর্স।

Comments (0)
Add Comment